কম্পিউটার ভাইরাস কি - কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করার উপায়
প্রিয় পাঠক আসসালামু ্আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন। । আজকে আমাদের এই
পোস্টে আপনারা জানতে পারবেন কম্পিউটার ভাইরাস কি - কম্পিউটার ভাইরাস প্রতিরোধ
করার উপায় সম্পর্কে। আপনি নিশ্চয়ই আমাদের এই টাইটেল দেখে আমাদের এই পোস্টে
ক্লিক করেছেন। তার মানে আপনি এ সম্পর্কে জানতে আগ্রহী। আপনি আমাদের এই পোস্টটি
পুরোপুরি পড়ুন আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন।
প্রিয় পাঠক আমরা আমাদের আজকের এই পোস্টে আপনাদের জানিয়েছি কম্পিউটার ভাইরাস কি,
কম্পিউটার ভাইরাসের প্রবেশ পথ, কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি এবং আরো
ইত্যাদি সম্পর্কে আশা করি আপনি আমাদের এই পোস্টটি পুরোপুরি পড়বেন ইনশাআল্লাহ।
আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের জানার চেষ্টা করেছি তাই আমাদের পোস্টটি
মনোযোগ দিয়ে পড়বেন আশা করি
কম্পিউটার ভাইরাস কি
কম্পিউটার ভাইরাস হলো এমন একটি ক্ষতিকর প্রোগ্রাম যা একটি কম্পিউটারের ক্ষতি করার
জন্য তৈরি করা হয়েছে। ভাইরাস শব্দটি প্রায় আমরা সকলেই শুনেছি। Virus শব্দটি
সংক্ষিপ্ত রূপ এর পুনরূপ হল- Vital Information Resources Under Seize এর বাংলা
অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্য ছিনিয়ে নেওয়া বা কোন কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য
ছিনিয়ে নেওয়া।
কম্পিউটার ভাইরাস এক ধরনের দূষিত সফটওয়্যার যা একটি কম্পিউটারের সকল তথ্য এবং
সফটওয়্যারকে দূষিত করে থাকে।
কম্পিউটার ভাইরাসের প্রবেশ পথ
কম্পিউটার ভাইরাস একটি কম্পিউটারের জন্য খুবই ক্ষতিকর। যা আমাদের কম্পিউটারের সকল
ডেটা থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত দূষিত করে থাকে। কম্পিউটার ভাইরাসের
প্রবেশ পথ এর সব থেকে অন্যতম কারণ হলো ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। ইন্টারনেট
ব্যবহারের মাধ্যমে খুব বেশি মানুষেরই কম্পিউটারে ভাইরাস ধরা দিয়েছে।
কোন ফাইল ডাউনলোড বা কোন ইনসিকিউর ওয়েবসাইট থেকে কোন ফাইল অথবা গান মুভি ইত্যাদি
মতো কাজের ফাইলগুলো ডাউনলোড করার মাধ্যমে এ ভাইরাস ঢুকে থাকে। আবার অনেক সময়
সফটওয়্যার এর মাধ্যমেও ভাইরাস কম্পিউটারের ভিতরে প্রবেশ করে।
আবার আমরা বিভিন্ন প্রয়োজনে ল্যাপটপে বা পিসিতে USB ডিভাইস বা সংক্ষেপে
পেনড্রাইভের মাধ্যমে কোন ফাইল পার বা প্রবেশ করার মাধ্যমে ভাইরাস খুব সহজেই
কম্পিউটারে প্রবেশ করে।
যদি আপনার ব্যবহারকৃত ইউএসবি বা পেনড্রাইভে ভাইরাস থেকে থাকে। আবার আরেকটি কারণ
রয়েছে সেটা হচ্ছে অনেক সময় আমাদের ইমেইল একাউন্টে অনেক অপরিচিত সোর্স থেকে অনেক
মেইল এসে থাকে অনেকে আবার ওই মেইল চেক করতে গিয়ে ভাইরাসের লিংকে ক্লিক করে ফেলি
এবং এর দ্বারা আমাদের কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়। তাই আমাদের সকলেরই এগুলো
থেকে বিরত থাকা।
কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি
কম্পিউটার ভাইরাস সাধারণত সাত প্রকার। ভাইরাস যে আমার মানুষের জন্য অত্যন্ত
ক্ষতিকর কেমন কম্পিউটার ভাইরাসও একটি কম্পিউটারের জন্য খুবই ক্ষতিকর একটি
প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস নিচে দেওয়া হলোঃ
- Trojan Virus
- Malware Virus
- Worms Virus
- Overwrite Virus
- Adware Virus
- Ransomware Virus
- Spyware Virus
উপরের সাতটি ভাইরাস একেক ভাইরাস একেক রকম কাজ। কোন ভাইরাস অনুমতি ছাড়া আপনার
কম্পিউটারের কার্যক্রম অব্যাহত রাখবে। আবার কোন ভাইরাস দিয়ে আপনার সকল
অ্যাকাউন্ট কন্ট্রোল করবে আরো ইত্যাদি
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কে
আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কে। সর্বপ্রথম
কম্পিউটার ভাইরাস আবিষ্কৃত হয়েছিল ১৯৮৩ সালে যে সময় ফ্রেড কোহিন নামে একজন
ছাত্র যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে
একটি ভাইরাস আবিষ্কার করেছিলেন। তিনি এই ভাইরাসটির নাম দিয়েছিলেন ‘ক্রীপার’’।
কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করার উপায়
কম্পিউটার ভাইরাস বিভিন্ন পদ্ধতিতে একটি কম্পিউটারে প্রবেশ করেন সতর্ক থাকি তাহলে
কখনোই কম্পিউটার ভাইরাস আমাদের কম্পিউটারে প্রবেশ করতে পারবে ন॥ কম্পিউটার ভাইরাস
আমাদের কম্পিউটারের জন্য খুবই ক্ষতিকর তাই কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করা উপায়
নিচে দেওয়া হলো ঃ
১। আপনার কম্পিউটারে এন্টিভাইরাস ব্যবহার করা
কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করার মধ্যে থেকে অন্যতম একটি পদ্ধতি হলো আপনার
কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। এই এন্টিভাইরাস আপনার
ডিভাইসের হুট করে কোন ভাইরাস ঢোকার আগেই আপনাকে এড দিয়ে থাকবে এবং সেটি প্রতিরোধ
করতে সাহায্য করবে।
আপনার কম্পিউটার যদি উইন্ডোজ টেনের হয় তাহলে আপনার কম্পিউটারে আলাদা করে
অ্যান্টিভাইরাসের দরকার পড়বে এর জন্য আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে।
উইন্ডোজ টেন এর ডিফেন্ডার অনেক ভালো। উইন্ডোজ টেনের ডিফল্টভাবে এন্টিভাইরাস
দেওয়া থাকে এটি আপনার কম্পিউটারের হয়ে অনেক ভালো কাজ করে। বর্তমান সময়ে
উইন্ডোজের ডিফেন্ডার আরো শক্তিশালী হয়েছে যার ফলে আর নতুন করে অ্যান্টিভাইরাসের
দরকার পড়ছে না। এর কারণ আমরা খুবই সতর্কতার সাথে কম্পিউটার ব্যবহার করি।
২। ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার আগেই সতর্কতা অবলম্বন করা
কম্পিউটার ভাইরাসের প্রতিরোধের মধ্যে ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার আগে সতর্ক
অবলম্বন করা আমাদের সকলের জন্য জরুরী। আমরা অনেকেই আমাদের নিজেদের প্রয়োজনে অনেক
সাইট থেকে বিভিন্ন সফটওয়্যার, গান, গেমস, মুভি ইত্যাদি ডাউনলোড করে থাকি। কোন
পরিচিত ওয়েবসাইট ছাড়া কখনোই কোন গান বা মুভি ডাউনলোড করবেন না।
অচেনা কোন ওয়েবসাইট থেকে বা এমসিকিউর ওয়েবসাইট থেকে কোন কিছু ডাউনলোড করার
মাধ্যমে আমাদের কম্পিউটারে খুব সহজেই ভাইরাস প্রবেশ করতে পারে। তাই ইন্টারনেট
থেকে ফাইল ডাউনলোড করার আগে সর্তকতা অবলম্বন করুন। হ্যাকাররা বিশেষ করে
ওয়েবসাইটের মাধ্যমেই ভাইরাস প্রবেশ করা যাবে তাই অচেনা কোন ওয়েবসাইট থেকে কোন
ফাইল ডাউনলোড করবেন না।
৩। ক্ষতিকর সফটওয়্যার আনইন্সটল করা
একটি কম্পিউটারের জন্য যেমন প্রয়োজনীয় সফটওয়্যার রয়েছে তেমনি কম্পিউটারের
জন্য ক্ষতিকর সফটওয়্যার রয়েছে। এ ধরনের সফটওয়্যার গুলো আমাদের অজান্তে অন্য
সফটওয়্যার ইন্সটল করার সময় ডাউনলোড হয়ে অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়।
আপনার কোন কম্পিউটারের কন্ট্রোল প্যানেল এ গিয়ে তারপর প্রোগ্রাম এ গিয়ে চেক করে
দেখবেন যে আপনার অপ্রয়োজনে কোন সফটওয়্যার গুলো ইন্সটল গত রয়েছে সেগুলো
আনইনস্টল করে দিন। আবার অনেক সময় আপনার ইন্সটল করা সফটওয়্যার এর মধ্যে অনেক রকম
চলে আসে এরকম সফটওয়্যার গুলো আপনার কম্পিউটার থেকে আনইন্সটল করে নিবেন।
৪। পপ আপ এডস থেকে সাবধান
আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট ব্রাউজিং করার সময় অনেক বিরক্তিকর অ্যাডস চলে আসে
যা আমাদের বিনা ক্লিকে অটোমেটিক অন্য ওয়েবসাইটে নিয়ে চলে যায় এটিতে আপনি
খেয়াল রাখবেন। সাধারণত প্রভাব পপ আপ অ্যাডস কোন মুভি ডাউনলোড করতে গেলে বেশিরভাগ
দেখা যায়।
আরো পড়ুনঃ
ই-কমার্স কি - ই-কমার্স এর সুবিধা অসুবিধা
তাই এটি প্রতিরোধে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাড ব্লকার Chrome extension
দিয়ে প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করে Add To Chrome করে নিবেন এতে
আপনার জিমেইলে কোনরকম এডস আসবে না। আরো ইউটিউবে কোনরকম ভিডিও দেখতে গেলে এড আসবে
না। তাই আপনি বিশেষ করে এই এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন।
৫। অপ্রয়োজনীয় লিংক থেকে প্রবেশ করা বন্ধ করুন
আমরা অনেকেই অনেক রকম লিঙ্গে প্রবেশ করে থাকি। যেমন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে
আমরা অনেক ধরনের লিংক দেখতে পাই যেগুলোতে আমরা হুট করে প্রবেশ করে ফেলি। সেখানে
উত্তেজনাপূর্ণ কথা থাকার কারণে আমরা সেই লিংকে প্রবেশ করে থাকি। এইসব লিংক গুলো
হলো কোন ফিশিং সাইট লিংক যার মাধ্যমে আমাদের কম্পিউটারে ভাইরাস ফাইল হয়।
তাই কেউ যদি আপনার একাউন্টে কোন লিংক পাঠিয়ে বলে যে এই ওয়েবসাইটে ফ্রিতে টাকা
দিচ্ছে বা আরো অনেক উত্তেজনা পূর্ণ কথা ইত্যাদি তাহলে হুট করে সে ওয়েবসাইটে
প্রবেশ করবেন না কারণ এগুলো হ্যাকারদের একটি পাতা ফাদ। যার ভেতরে ঢুকলে আপনার
কম্পিউটারে অনেক রকমের ভাইরাসের সম্মুখীন হতে পারে। তাই কখনো অপ্রয়োজনে কোন
লিংকে প্রবেশ করবেন না এগুলো থেকে বিরত থাকুন।
১০টি অ্যান্টিভাইরাসের নাম
এন্টিভাইরাস একটি কম্পিউটারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। কিন্তু
আপনারা যদি কম্পিউটার টিম উইন্ডোজ টেন প্রোগ্রাম এর হয়ে থাকে তাহলে আপনার
অ্যান্টিভাইরাস না ব্যবহার করলেও হবে। কারণ উইন্ডোজ টেন এ ডিফল্টভাবে এন্টিভাইরাস
দেওয়া থাকে। ১০টি অ্যান্টিভাইরাসের নাম নিচে দেওয়া হল :
- Kaspersky
- Avast
- Avira
- Bit Defender
- 360 Total Security
- Microsoft Windows Defender
- AVG
- Panda Free
- Comodo
- Check Point ZoneAlarm Free Antivirus
এতক্ষণে আপনারা জানতে পারলেন দশটি অ্যান্টিভাইরাস সম্পর্কে। এগুলো আপনি চাইলে
ফ্রিতেও চালাতে পারবেন এমনকি প্রিমিয়াম চালাতে পারবেন। ফ্রীতে একটাই সমস্যা অনেক
সময় আপনারা ভাইরাস ডিটেক্ট করতে পারেনা এই ফ্রি অ্যান্টিভাইরাস কিন্তু আপনি যদি
পেইড অ্যান্টিভাইরাস চালান তাহলে আপনার এরকম কোন সংক্রমণি দেখা দেবে না।
শেষ কথা : কম্পিউটার ভাইরাস কি - কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করার উপায়
প্রিয় পাঠক আশা করি আপনি সম্পূর্ণ পোষ্টটি পড়ে কম্পিউটার ভাইরাস সম্পর্কে জানতে
পেরেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি।
প্রিয় পাঠক আজকে আমাদের এই পোস্টটিতে আপনার উপর ভালো লাগে তাহলে আপনার মূল্যবান
মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনার বন্ধুবান্ধব যাদের
কম্পিউটার রয়েছে তাদের মাঝে আমাদের এই পোস্টটি শেয়ার করুন। আজ আর নয় আশা করি
আমাদের পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে ধন্যবাদ।
কুইক ফাইন লাইন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url