IELTS এর কাজ কি - কোন দেশে যেতে কত IELTS স্কোর লাগে

প্রিয় পাঠক আপনি কি কোন দেশে যেতে কত IELTS স্কোর লাগে ও লন্ডনে যেতে IELTS কত পয়েন্ট লাগে এ সম্পর্কে আরো নানা তথ্য সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি ঠিক পোষ্টে এসেছেন। আপনারা যদি এই সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের এই পোস্টটি আপনার জন্য। আমাদের এই পোস্টটি পুরোপুরি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন।
IELTS এর কাজ কি - কোন দেশে যেতে কত IELTS স্কোর লাগে

আমাদের আজকের আর্টিকেলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে IELTS সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। তাই আপনারা যদি এ পোস্টটি পুরোপুরি পড়েন তাহলে আপনার এ সম্পর্কে চলে আসবে। আমাদের এ পোস্টটি পড়ে পড়ে পড়ুন আশা করি আপনার ভালো লাগবে চলুন বিস্তারিত জানা যাক

Ielts কি

Ielts হল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যার সংক্ষিপ্ত রূপ হল Ielts । এর বাংলা অর্থ হল আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি। যারা বিদেশে পড়াশোনা করতে যাবে বা চাকরি ব্যবসায় ইত্যাদি কাজের জন্য যেতে চাই সে ক্ষেত্রেই Ielts দরকার পড়বে। 

সহজ ভাবে বোঝালে Ielts হল একটি আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা করার পদ্ধতি যার মাধ্যমে আপনার ইংরেজি ভাষা সম্পর্কে দক্ষতা জানা যাবে। Ielts মূলত দুই প্রকার Academic Ielts এবং দ্বিতীয় নাম্বারটি হলো General Training IELTS বা এর সংক্ষিপ্ত রূপ হল (GT) IELTS।

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে Academic Ielts এবং General Training IELTS কি। এই প্রশ্নের উত্তর হল Academic IELTS ব্যবহার হয় দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার সময় Academic IELTS এর দরকার পড়বে। আপনি যদি বাইরের দেশে পড়াশোনা করতে চান তাহলে আবার আমাকে এই Academic IELTS পরীক্ষা দিতে হবে এবং আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনি বিশ্বের বিভিন্ন দেশে এটার মাধ্যমে পড়াশোনা করতে পারবেন।

এবং এদিকে General Training IELTS হল ইংরেজিতে কথা বলা দেশগুলোর মধ্যে স্থায়ীভাবে বসবাস করা অথবা ব্যবসা বা চাকরির কারণে যেতে চাইলে এই General Training IELTS পরীক্ষা দিতে হয়। আপনি যদি বিদেশে ইংরেজি বলা দেশে যেটা চান যদি আপনার কারণগুলো এরকম হয় তাহলে আপনাকে General Training IELTS পরীক্ষাটি দিয়ে উত্তীর্ণ হয়ে যেতে হবে।

IELTS এর কাজ কি

IELTS এর কাজ কি। IELTS মানে হল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যার মাধ্যমে আপনার ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হবে। দেশের বাইরে ভিনদেশ যদি আপনি পড়াশোনা করতে যান যে দেশের মানুষ ইংরেজি ভাষায় কথা বলে তার জন্য আপনার IELTS এর দরকার পড়বে। IELTS না থাকলে আপনার ওই দেশগুলোতে পড়াশোনা করার জন্য ভিসা দিবে না। 

আইইএলটিএস এর মাধ্যমে আপনি বিভিন্ন দেশে গিয়ে স্কলারশিপ এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবেন। এবং আইএলটিএস এর কারণে আপনি নানা রকম সুযোগ সুবিধা পাবেন।

IELTS করে কোন কোন দেশে যাওয়া যায়

আমরা অনেকে আছি যাদের মনে প্রশ্ন আসে যে IELTS করে বিশ্বের কোন কোন দেশে যাওয়া যায়। বিশ্বের মোট 140 টিরও বেশি দেশ এই IELTS কে সমর্থন করে থাকে। আর আইএলএস এর মাধ্যমে একটি ব্যক্তির ভাষাগত দক্ষতার যাচাই করা হয় এবং এর মাধ্যমে বিভিন্ন দেশে পড়াশোনা বা চাকরি বা ব্যবসায় ইত্যাদি ক্ষেত্রে যাওয়া যায়। IELTS মোট বর্তমান বিশ্বে প্রায় দশ হাজারের বেশিও এই প্রতিষ্ঠান রয়েছে।

IELTS করে কোন কোন দেশে যাওয়া যায় এই সম্পর্কে নিজে তালিকা দেওয়া হলো
  • ব্রাজিল
  • কানাডা
  • চীন
  • কোস্টারিকা
  • ডেনমার্ক
  • ফিনল্যান্ড
  • জার্মানি
  • অস্ট্রেলিয়া
  • বেলজিয়াম
  • হাঙ্গেরি
  • ফ্রান্স
  • মালয়েশিয়া
  • মেক্সিকো
  • জাপান
  • ইতালি
  • হংকং
  • লিথুনিয়া
  • পর্তুগাল
  • স্পেন সুইডেন
  • সাউথ আফ্রিকা
  • যুক্তরাজ্য
  • যুক্তরাষ্ট্র
ইত্যাদি আরও ইউরোপের অনেক দেশ রয়েছে যে দেশগুলোতে আপনি IELTS মাধ্যমে যেতে পারবেন। এবং এর মধ্যে কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে আইএলটিএস ছাড়াও যেতে পারবেন। উপরে হয়তো আপনার দেশগুলোর নাম জানতে পেরেছেন। বলে রাখা ভালো যে শুধুমাত্র এই দেশগুলো নয় তাছাড়া ও মোট ১৪০টির বেশি দেশে আপনারা IELTS এর মাধ্যমে যেতে পারবেন।

IELTS পরীক্ষার জন্য কোন দেশ ভালো

আমরা অনেকে আছি যাদের মনে প্রশ্ন আছে যে IELTS পরীক্ষার জন্য কোন দেশ ভালো। বর্তমান বিশ্বে অনেক বেশি রয়েছে এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যে দেশগুলোর পরীক্ষার নিয়ম ভালো। আইইএলটিএস পরীক্ষার জন্য যে দেশগুলো ভালো সে দেশগুলোর নাম নিচে উল্লেখ করা হলো:
  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • কানাডা
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাজ্য
  • নিউজিল্যান্ড
মূলত উপরে উল্লেখ করা এ চারটি দেশের মাতৃভাষা ইংরেজি। আইইএলডিএস পরীক্ষার জন্য সবথেকে ভালো এই দেশগুলো সবচেয়ে ভালো। আপনারা চাইলে আইএলটিএস পরীক্ষার মাধ্যমে এ দেশগুলোতে যেতে পারেন।

IELTS পাস মার্ক কত

আমরা অনেকে আছি যাদের মনে প্রশ্ন আসে যে IELTS পাস মার্ক কত। প্রথমে বলে রাখা ভালো IELTS পরীক্ষার জন্য ন্যূনতম পাশের কোন মার্ক বা বলে আসলে কিছুই নেই। এর কারণ হলো সেই পরীক্ষায় পাস না করা অসম্ভব। IELTS পরীক্ষার প্রতিটি উপাদানে শূন্য থেকে নয় পর্যন্ত স্কেলে পরিমাপ করে সামগ্রিক ব্যান স্কোর গণনা করে। IELTS পরীক্ষার করল ০.৫। 

আইইএলটিএস এ পাস করতে হলে আপনাকে ৬.৫ অথবা ৭.৫ কিংবা ৮.৫ এরকম কি পেলে তাহলে আপনি IELTS এ পাস করতে পারবেন।

IELTS পরীক্ষার পদ্ধতি

IELTS পরীক্ষার পদ্ধতি মধ্যে রয়েছে দুই ধরনের মডিউল তার মধ্যে চারটি অংশ রয়েছেG যেমন লিসেনিং (Listening), রিডিং (Reading), রাইটিং (Writing) এবং স্পিকিং (Speaking)। আইইএলটিএস পরীক্ষায় মূলত এই চার ধরনের পরীক্ষা নেওয়া হয়।

লিসেনিং : এই পরীক্ষাটি হবে মূলত রেকর্ডিং শুনিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। সহজ ভাবে বোঝালে একটি রেকর্ড করা কথোপকথন থাকবে এবং সেই রেকর্ডিংটা আপনাকে শোনানোর মাধ্যমে আপনাকে সে প্রশ্নের উত্তর দিতে হবে। এটার মাধ্যমে আপনার শুনে বোঝার ক্ষমতা যাচাই করা হবে। সেখানে মোট 40টি পরীক্ষা থাকবে এবং সে রেকর্ডিং গুলো একবারের বেশি শোনানো হবে না। সেই রেকর্ডিং গুলো একবার শুনেই পরীক্ষাটি দিতে হবে।

এই পরীক্ষাটিতে চার রকম অ‌্যাকসেন্টের মুখোমুখি হতে পারে তার মধ্যে রয়েছে যেমন, ব্রিটিশ. আমেরিকান. কানাডিয়ান এবং অস্ট্রেলিয়ান।

রাইটিং: আইইএলটিএস পরীক্ষায় আপনার ইংরেজি লেখার দক্ষতা যাচাই করার জন্য
রাইটিং পরীক্ষাটি হবে। যেখানে আপনার এক ঘণ্টায় প্রায় দুইটা প্রশ্নের উত্তর করতে হবে । তার জন্য আইইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে ইংরেজি লেখা দক্ষতা বাড়িয়ে নিন ।বিভিন্ন ধরনের বই পড়তে পারেন।

রিডিং : এই পরীক্ষাটিতে আপনারা তিনটি লম্বা প্যাকেজ পড়ে শুনাতে হবে এবং এক ঘন্টা সময় লাগবে এবং এটিতে মোট প্রশ্ন থাকবে ৪০ টি। এই অংশে প্রত্যেকটি প্যাকেজে বারোটি থেকে ১৪ টি করে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্যাসেজে গড়ে ৭০০ থেকে ৮০০ শব্দ থাকিবে এবং এটি খুব দ্রুত এবং তাড়াতাড়ি শুদ্ধভাবে পড়তে হবে।

স্পিকিং : এ অংশে আপনাকে দশ থেকে পনের মিনিট পরীক্ষক এর সাথে সরাসরি কথা বলতে হবে। সেখানে আপনাকে কিছু প্রশ্ন করবে এবং আপনাকে সেই উত্তর দিতে হবে এবং তাদের সাথে মনোভাব প্রকাশ করতে হবে।

আইইএলটিএস এর জন্য কোন দেশ ভালো

আমরা অনেকে আছি যারা জানতে চাই যে আইইএলটিএস এর জন্য কোন দেশ ভালো। এই প্রশ্নের উত্তর হল সবথেকে ভালো দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য বা ইউকে। এর কারণ হলো ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য এই দেশের মাতৃভাষায় হল ইংরেজি। আর আমরা সকলেই জানি যে আইএলটিএস পরীক্ষাটি হল ইংরেজি দক্ষতার পরীক্ষা। 

আবার আই এল টি এস এর জন্য আপনি অস্ট্রেলিয়া বা আমেরিকায় যেতে পারেন কারণ ওই দেশগুলো মাতৃভাষা ইংরেজি যেটির মাধ্যমে আপনি অনেক রকম সুযোগ-সুবিধা পাবেন।

কোন দেশে যেতে কত IELTS স্কোর লাগে

আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসে কোন দেশে যেতে কত IELTS স্কোর লাগে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য উচ্চশিক্ষার ভাষাগত যোগ্যতা জানা আবশ্যক। বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই আন্তর্জাতিক ভাষার দক্ষতা প্রমাণ করতে ইংরেজি ভাষার উপর পরীক্ষা দিতে হয়। আইইএলটিএস পরীক্ষাটি হল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। যেটির মাধ্যমে আপনার ইংরেজির ভাষাগত দক্ষতার প্রমাণ।

বিদেশে পড়াশোনা করতে চাইলে আইইএলটিএস এর ভালো ফলাফল দরকার পড়বে। এটির মাধ্যমে আপনারা খুব সহজেই ভিসা পেতে পারেন। বিশ্বের মত ১৪০ টি দেশ এই আইইএলটিএস মানে। বর্তমান বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হলে আইইএলটিএস স্কোর ৬.৫ লাগে। 

এমনও আরো অনেক বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে হলে আপনার ৫.৫ আইইএলটিএস স্কোর লাগবে। উচ্চশিক্ষার জন্য কিসের কোন দেশে যেতে কত আইইএলটিএস স্কোর লাগবে এমন কোন শর্ত নেই। এছাড়াও আইইএলটিএস ছাড়াও আপনারা বিভিন্ন দেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন।

কানাডা যেতে IELTS কত পয়েন্ট লাগে

কানাডা যেতে IELTS কত পয়েন্ট লাগে ।আমরা অনেকেই আছি যাদের মনে আশা থাকে যে কানাডায় গিয়ে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ারG কানাডায় স্টুডেন্ট ভিসার মাধ্যমে যেতে চাইলে সর্বনিম্ন আপনার ৬.৫ আইইএলটিএস স্কোর লাগবে। দিনে দিনে আইইএলটিএস স্কোর এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই আপনার চেষ্টা করবেন ৭ কিংবা ৮ পয়েন্ট আইইএলটিএস করার। 

তাহলে এটির কারণে আপনার কানাডায় যেতে স্টুডেন্ট ভিসা পেতে অনেক সম্ভাবনা থাকবে। এবং একটি কথা সেটি হচ্ছে আইইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে ভালোভাবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। দরকার হলে সময় লাগবে একটু বেশি তারপরও ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে তারপরে এই আইইএলটিএস পরীক্ষাটি দিবেন।

লন্ডনে যেতে IELTS কত পয়েন্ট লাগে

আমরা অনেকে আছি যারা লন্ডনে যেতে চাই। লন্ডনে স্টুডেন্ট ভিসার মাধ্যমে যেতে হলে আপনার ielts স্কোর সর্বনিম্ন ৫.৫ মোট স্কোর থাকতে হবে আপনার ৬ । কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে এর থেকে ভালো একটি ভালো ielts স্কোর করার। কারণ আপনার যদি আই ই এল টি এস স্কোর খারাপ হয় তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স খুব কম থাকবে আইইএলটিএস স্কোর ভালো পরিমাণে আনার।

শেষ কথা ঃ কোন দেশে যেতে কত IELTS স্কোর লাগে - লন্ডনে যেতে IELTS কত পয়েন্ট লাগে

প্রিয় পাঠক আমাদের আজকের পোস্টটি পড়ে আপনার ielts সম্পর্কে ধারণা চলে এসেছে। এ পোস্টে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা যে আপনাকে জানানোর চেষ্টা করেছি। প্রিয় পাঠক আমাদের আজকের এই পোস্টটি পরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এ সম্পর্কে আপনার চেয়ে বন্ধুবান্ধবরা জানতে আগ্রহী তাদের মাঝে আমাদের এই পোস্টটি শেয়ার করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কুইক ফাইন লাইন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url